আমাদের কাজ হচ্ছে পারফর্ম করে দলকে জেতানো : শান্ত

বোলাররা একটু আশা জাগিয়েছিলেন শেষ বিকেলে। কিন্তু, অস্ত্র ছাড়া যুদ্ধ আর কতক্ষণ করা যায়? ম্যাড়মেড়ে ম্যাচের উত্তেজনা খানিকটা বাড়িয়ে শেষ পর্যন্ত হেরে যেতেই হলো নাজমুল শান্তদের। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বুধবার (২৩ এপ্রিল) ৩ উইকেটের হার সিরিজে পিছিয়ে দিয়েছে স্বাগতিকদের।
এমন হারের পর সংবাদ সম্মেলনে শান্তর মুখে হাসি ছিল না ঠিকই, তবে কথা শুনে মনে হয়নি ভীষণ কষ্ট পেয়েছেন তিনি। ঘরের মাঠের চেনা কন্ডিশনে এটি বাংলাদেশের টানা ষষ্ঠ হার। শান্ত তাই একদিকে ঠিকই আছেন। তাছাড়া, এ ধরণের লজ্জায় এবারই প্রথম পড়েনি বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অকপটে জানিয়েছেন, এই ম্যাচ হেরে আহামরি খারাপ না লাগার কথা। তার সোজা জবাব— ‘খারাপ লাগছে এই ম্যাচ হেরে, জিনিসটা এমন না। নর্মালি ম্যাচ হারলে যেমন লাগে, এই ম্যাচ হেরেও তেমন খারাপই লাগছে। যে কোনো ম্যাচ হারলেই খারাপ লাগে।’
শান্ত বললেন বইয়ের মুখস্ত রচনার সারাংশই— ‘অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে, আমরা এরচেয়ে ভালো ক্রিকেট খেলার মতো দল। এজন্য হতাশ। আমাদের কাজ হলো নিয়মিত পারফর্ম করা, দলকে জেতানো। এটাই আমাদের কাজ।’
শান্ত জানেন নিজেদের কাজটা কী, কেবল ঠিকঠাক করছেন না। কিংবা পারছেন না। কেন পারছেন না, এর কোনো সদুত্তর তার কাছে নেই।