মৌসুম শেষ মাদ্রিদ তারকা কামাভিঙ্গার

লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামা এদুয়ার্দো কামাভিঙ্গা মাঠ ছাড়তে বাধ্য হন ৮৫ মিনিটে। ঊরুর চোট পাওয়ায় ইচ্ছা থাকলেও থাকতে পারেননি মাঠে। শুরুতে অত ভয়াবহ না ভাবা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, মৌসুমের বাকি অংশ আর খেলা হচ্ছে না কামাভিঙ্গার।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ক্লাবের মেডিকেল বিভাগ নিশ্চিত হয়েছে কামাভিঙ্গার বাম উরুর পেশীতে সুনির্দিষ্ট চোট রয়েছে।
একই ম্যাচে চোটের কারণে মাঠ ছেড়েছিলেন রিয়াল মাদ্রিদের আরেক তারকা ডেভিড আলবা। তার ব্যাপারে এখনও কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
কামাভিঙ্গা ও আলবা ছাড়া চোটে পড়ে মাঠের বাইরে আছেন কিলিয়ান এমবাপ্পে ও ফারল্যান্ড মেন্দি। মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বলেছেন, ‘লিগ ম্যাচের জন্য এমবাপ্পে প্রস্তুত নয়। কিন্তু, অনুশীলন করছে সে। তার সতীর্থ ফারল্যান্ড মেন্ডিও চোট সারিয়ে ফিরে আসার পথে। এই মুহূর্তে তারা নিজেদের নিয়ে কাজ করছে। আমি মনে করি, শনিবারের ম্যাচের আগেই দুজন ফিট হয়ে উঠতে পারবেন।’
আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে মুখোমুখি দুই এল ক্ল্যাসিকোতেই হেরেছে রিয়াল।