লোয়ার অর্ডারকে নিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন মিরাজ

সুযোগ কাজে লাগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টে ব্যাটে বল আসছে অনায়াসে। তার সদ্ব্যবহার করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। জিম্বাবুয়ে বোলারদের শাসন করে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। লোয়ার অর্ডারকে নিয়ে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক।
ওয়েসলি মাদেভিরের বল স্কয়ার লেগে ঠেলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন মিরাজ। ১৪৩ বলে ১০০ পূর্ণ করতে সাহায্য নেন ১১টি চার ও ১টি ছক্কার। তার ব্যাটে চড়েই বাংলাদেশ পেয়েছে বড় লিড। চালকের আসনে বসেছে দল। দীর্ঘ চার বছর পর টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ। এতদিন একমাত্র সেঞ্চুরিটি ছিল ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, করেছিলেন ১০৩ রান।
সেঞ্চুরি করার পথে মিরাজ সঙ্গী হিসেবে পেয়েছিলেন তানজিম সাকিবকে। এই পেসার দারুণ সঙ্গ দেন তাকে। নবম উইকেটে আসে ৯৬ রানের জুটি। মাদেভিরের শিকার হওয়ার আগে ৮০ বলে ২টি চার ও ১ ছক্কায় ৪১ রানের ঝলমলে ইনিংস খেলেন সাকিব।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মাঠে নেমেছিল ৭ উউকেটে ২৯১ রান নিয়ে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয় ২২৭ রানে।