ইনস্টাগ্রামে দ্রুততম সময়ে মিলিয়ন ফলোয়ার, গিনেজ রেকর্ড তায়েইলের
কে-পপ ব্যান্ড এনসিটি সদস্য তায়েইল মুন সম্প্রতি ইনস্টাগ্রামে যুক্ত হয়েছেন। আর যুক্ত হয়েই হইচই ফেলে দিয়েছেন এ তারকা। করেছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডও।
ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড বাবলসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রথম পোস্টের পর মাত্র এক ঘণ্টা ৪৫ মিনিটে এক মিলিয়ন বা ১০ লাখ অনুসারী হওয়ায় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তায়েইল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর অনুসারী দাঁড়িয়েছে ১.৯ মিলিয়নে। তায়েইল এ পর্যন্ত মাত্র পাঁচটি পোস্ট করেছেন এ মাধ্যমে।
এক বিবৃতিতে তায়েইল ভক্তদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বলেছেন, এ খবর শোনার পর তিনি খুবই বিস্মিত হয়েছেন। কখনও ভাবতে পারেননি তিনি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের অংশীদার হবেন। ভালোবাসা প্রকাশ করেছেন তাঁর এনসিটি দলের সদস্যদেরও।
তায়েইলের আগে ২০২০ সালের নভেম্বরে এ রেকর্ড গড়েছিলেন হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট। গ্রিন্ট তাঁর কন্যার জন্মের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে যুক্ত হন। চার ঘণ্টা এক মিনিটে মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেন। তাঁর আগে এ রেকর্ড ছিল জেনিফার অ্যানিস্টনের, তিনি প্রথম পোস্টের পাঁচ ঘণ্টা ১৬ মিনিট পর মিলিয়ন ফলোয়ার স্পর্শ করেন।