করোনা নিয়ে ভুয়া তথ্যের বিরুদ্ধে একজোট হচ্ছে ফেসবুক-টুইটার-মাইক্রোসফট-গুগল
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ও ভাইরাসজনিত কোভিড-১৯ রোগের বিষয়ে সত্য ও যথাযথ তথ্য উপস্থাপন করতে জোটবদ্ধ হচ্ছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম সংস্থাগুলো। এ বিষয়ে গতকাল সোমবার একটি যৌথ বিবৃতি দিয়েছে ফেসবুক, গুগল, মাইক্রোসফট, টুইটার ও রেডিট।
প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে গতকাল সোমবার যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা লাখো মানুষকে সংযুক্ত থাকতে সাহায্য করছি। একই সঙ্গে আমাদের প্ল্যাটফর্মগুলোতে যথাযথ কর্তৃপক্ষের দেওয়া তথ্য-উপাত্ত পরিবেশনের মাধ্যমে ভাইরাস নিয়ে ভুয়া ও ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে যৌথভাবে লড়াই করছি। সেইসঙ্গে আমরা বিশ্বজুড়ে সরকারি স্বাস্থ্যসেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে ভাইরাস-সংক্রান্ত গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য শেয়ার করছি।’
মাইক্রোসফের অঙ্গসংস্থা লিঙ্কডইন এবং গুগলের ইউটিউবও এ উদ্যোগের অংশ। যুক্তরাস্ট্রভিত্তিক আর্থিক ও ডেটাসেবা প্রদানকারী এবং গণমাধ্যম প্রতিষ্ঠান ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।
প্রযুক্তিবিষয়ক এসব শীর্ষ প্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো অন্য প্রতিষ্ঠানগুলোকেও এ উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি কৌশল বিষয়ক দপ্তর গতকাল সোমবার জানায় তারা ‘কোভিড-১৯ রোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ও শিল্প পরিষদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে এবং হবে।’
ফেসবুক, ইউটিউবসহ কয়েকটি প্রতিষ্ঠান গতকালের যৌথ ঘোষণার আগেও ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছিল।