ফেসবুকে অস্ট্রেলীয়দের নিউজ শেয়ার বন্ধের হুমকি
নিউজ আর্টিকেল শেয়ার করা নিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও অস্ট্রেলিয়ার সরকার পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের নিউজ শেয়ার করার অপশনটি ব্লক করার হুমকিও দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ডয়েচে ভেলে ও বিবিসিসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার জানায়, গণমাধ্যমের নিউজ আর্টিকেল ব্যবহার ও রিপোস্ট হওয়া কনটেন্টের জন্য সেসব প্রতিষ্ঠানকে ডিজিটাল জায়ান্ট ফেসবুক ও গুগলের অর্থ পরিশোধ করা উচিত। শুধু তা-ই নয়, এর জন্য একটি আইন প্রণয়নের চিন্তাও করছে অস্ট্রেলিয়া।
পক্ষান্তরে সরকারের এমন বক্তব্যের পর অস্ট্রেলিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের নিউজ শেয়ার করার অপশনটি ব্লক করে দেওয়ার হুমকি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এক ব্লগ পোস্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফেসবুক শাখার ব্যবস্থাপনা পরিচালক উইল ইস্টন এমন হুমকি দিয়েছেন।
উইল ইস্টন বলেন, ‘প্রস্তাবটি যদি আইনে পরিণত হয়, তবে আমরা অস্ট্রেলিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের স্থানীয় ও আন্তর্জাতিক সব নিউজ শেয়ার করার অপশনটি বন্ধ করে দেব।’
ফেসবুকের এমন হুমকির পর অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী পল ফ্লেচার সাফ জানিয়ে দিয়েছেন, ফেসবুকের হুমকিতে তাঁর সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।