সেলফিতে ফাঁস আইএসের ঘাঁটির অবস্থান
একটি সেলফিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সিরিয়ায় মূল ঘাঁটির অবস্থান জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। অনলাইনে পোস্ট করা এক আইএস সদস্যের সেলফির সূত্র ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ঘাঁটির অবস্থান খুঁজে পান। পরে বিমান হামলা চালিয়ে ঘাঁটিটি ধ্বংস করা হয়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য জার্নালের প্রতিবেদন সূত্রে জানা গেছে, অনলাইনের আইএস সদস্যের পোস্ট করা সেলফি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন ফ্লোরিডাভিত্তিক বিশেষজ্ঞরা। তাঁরা এই সেলফি থেকে সিরিয়ায় আইএসের প্রধান ঘাঁটির অবস্থান শণাক্ত করেন। এর ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আইএসের ওই ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জেনারেল হক কারলিসেল।
চলতি সপ্তাহে জেনারেল হক কারলিসেল বলেন, আইএসের এক সদস্য সিরিয়ায় তাঁদের মূল ঘাঁটির বাইরে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন। এ থেকেই ওই ঘাঁটির অবস্থান শণাক্ত করা হয়। তিনি আরো বলেন, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আইএস সদস্যদের বিভিন্ন মন্তব্য ও পোস্ট পাওয়া যায়। অনেকে আইএসের যুক্ত হওয়ার উচ্ছ্বাস প্রকাশে ছবি তুলে পোস্ট দেয়।
জেনারেল হক কারলিসেল আরো বলেন, সেলফি পাওয়ার ২২ ঘণ্টার মধ্যে সিরিয়ায় আইএসের মূল ঘাঁটির অবস্থান শনাক্ত করে হামলা চালানো হয়। মূল ঘাঁটির পুরো ভবন ধ্বংস করে দেওয়া হয়।
নয় মাস ধরে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন দেশগুলো। এখন পর্যন্ত এই হামলায় ১০ হাজারের বেশি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র।