পছন্দের স্মার্টফোন খুঁজে দেবে গুগল

ভাবছেন নতুন একটি অ্যানড্রয়েড স্মার্টফোন কিনবেন, কিন্তু এত এত অ্যানড্রয়েড ফোনের ভিড়ে কোনোভাবেই ঠিক করতে পারছেন না কোন স্মার্টফোনটি আপনার জন্য ঠিক হবে?
আপনার ভাবনার অবসান করে দিচ্ছে গুগল নিজেই। অ্যানড্রয়েডের অফিশিয়াল ওয়েবসাইটে চালু রয়েছে একটি সাজেশন টুল। আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোন খুঁজে পেতে সাহায্য করবে ‘হুইচ ফোন’ নামের এই টুল। তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চার বিট এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এ জন্য প্রথমেই আপনাকে যেতে হবে ওয়েবসাইটের ঠিকানায়। গেট স্টার্টেড অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে হাজির হবে ১২টি ফিচারের নাম।
এগুলোর ভেতরে আছে ছবি তোলা, গান শোনা, ইন্সট্যান্ট মেসজিং, গেমিংসহ আরো অনেক কিছু। ধরা যাক, আপনি চান আপনার ফোনটিতে অবশ্যই ভালো ছবি তোলার ব্যবস্থা থাকবে। সে ক্ষেত্রে আপনি ক্লিক করবেন ‘টেকিং ফটোস’ অপশনে।
এর পরই আপনার কাছে জানতে চাওয়া হবে সপ্তাহে সাধারণত কয়টি ছবি আপনি তুলে থাকেন। পরের প্রশ্নে আপনার কাছে টুলবারটি জানতে চাইবে ব্যাক ক্যামেরা প্রতি আপনার প্রবল আগ্রহ, নাকি সেলফি ক্যামেরার প্রতি আপনার বিশেষ দুর্বলতা আছে!
পছন্দের স্মার্টফোনের খোঁজ পেতে চাইলে কমপক্ষে তিনটি ক্যাটাগরি বাছাই করতে হবে আপনাকে। প্রত্যেক বিভাগেই এ ধরনের একটি-দুটি প্রশ্নের বিপরীতে আপনার মতামত জানাতে হবে। চাইলে আপনি সব ফিচার সম্পর্কেই আপনার পছন্দের খুঁটিনাটি জানাতে পারেন এই টুলে।
আপনার পছন্দের ওপর ভিত্তি করে ফলাফল দেখাবে ওয়েবসাইটি। একের পর এক হাজির হবে কাঙ্ক্ষিত স্পেসিফিকেশনের স্মার্টফোন। সাথে সাথে আকার, স্পেসিফিকেশন, রং, ডিসপ্লে, দরদামের একটি নির্ঝঞ্ঝাট তুলনা করে ফেলতে পারবেন। খুব সহজেই বাছাই করে ফেলতে পারবেন আপনার মনে মতো অ্যানড্রয়েড স্মার্টফোন!
গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ৫.০ ললিপপ মুক্তি পাবার সময় প্রচারণার অংশ হিসেবে এই সুবিধা চালু করে কর্তৃপক্ষ। পছন্দের ফোনের দেখা মিলতে তাই এখন আর কাউকে খুব বেশি একটা মাথা ঘামাতে হবে না!