অস্পষ্ট ছবি দেখে মানুষ চিনবে ফেসবুক
ফেসবুকের আগের দিনগুলোতে ছবি আপলোড করলে ধরে ধরে বন্ধুদের ট্যাগ করতে হতো। কাজটি অনেক সহজ হয়ে গিয়েছিল যখন ফেসবুকের ‘ফেস রিকগনিশন’ সেবাটি চালু হয়। এটি চালু হওয়ার পর থেকে ফেসবুক নিজেই ছবিতে আপনার বন্ধুর চেহারা খুঁজে পরামর্শ দেয় ট্যাগ করার জন্য।
এবার এই সেবায় যোগ হচ্ছে নতুন এক মাত্রা। এখন ছবিতে উপস্থিত কারো চেহারা লুকিয়ে থাকলে কিংবা স্পষ্ট না দেখা গেলেও ফেসবুক তাদের খুঁজে বের করবে ট্যাগ করার জন্য।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই এলগোরিদমটি ছবিতে লুকিয়ে থাকা কিংবা অস্পষ্ট চেহারার মানুষটির চুলের স্টাইল, জামাকাপড় অথবা ছবি তোলার পোজ বিশ্লেষণ করে তাকে খুঁজে বের করবে।
এ ব্যাপারে ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রধান ইয়ান লেকান বলেন, ‘আমরা দেখতে চেয়েছিলাম, ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা যায় না, তাদের অন্য কিছু দেখে খুঁজে পাওয়া যায় নাকি এবং আমরা সেখানে সফল হয়েছি।’
লেকান দাবি করেন, যারা ফেসবুকে গোপনীয়তা নিয়ে চিন্তিত, তাদের জন্যও সেবাটি বেশ উপকারী হবে। কারণ, আগে হয়তো এ ধরনের ছবি ফেসবুকে আপলোড হলে সে জানতেও পারত না। কিন্তু এখন তার মুখ দেখা যাচ্ছে না কিংবা অস্পষ্টভাবে আছে, এ রকম ছবি আপলোড হলেও সে জানতে পারবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবের গবেষণা দলটি ফ্লিকারের প্রায় ৪০ হাজার ছবির ওপর এলগোরিদমটি পরীক্ষা করে। ছবিগুলোর মধ্যে কিছু ছবি এমন ছিল, যাতে মানুষের মুখ বোঝা যাচ্ছিল এবং কয়েকটিতে মুখগুলো স্পষ্ট ছিল না। যাদের চেহারা অস্পষ্ট ছিল, এলগোরিদমটি সেই মানুষগুলোকে খুঁজে পেতে সক্ষম হয়েছে গড়ে প্রায় ৮৩% সূক্ষ্মতার সঙ্গে।