কমে যেতে পারে ফেসবুক পেজের লাইক!
আপনার নিজের কি কোনো ফেসবুক পেজ আছে? তাহলে আপনার পেজের লাইক কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ফেসবুক কর্তৃপক্ষ তাদের লাইক গণনার পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে।
এ নিয়ে পরিকল্পনা ঠিক করে ফেলেছে তারা। প্রাথমিকভাবে যেসব পেজ অনেক দিন ধরে আপডেট হয় না সেসব পেজের লাইক তুলে নেবে ফেসবুক। এসব পেজকে মৃত পেজ হিসেবে গণ্য করা হবে।
লাইক সরিয়ে ফেলার মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ চাচ্ছে যেসব পেজ সবসময় আপডেটেড থাকে তাদের আরো বেশি সুযোগ দিতে। অর্থাৎ আপডেট পেজগুলো আরো বেশি ব্যবহারকারীর কাছে যেন পৌঁছায়।
ইনঅ্যাক্টিভ ফেসবুক পেজগুলো খুঁজে বের করে সেসব পেজের লাইকগুলো সরিয়ে নেওয়া হবে। এতে তাদের লাইক একেবারেই শূন্যের কোঠায় নেমে আসতে পারে। সেটা মোটেও অস্বাভাবিক ব্যাপার হবে না।
তবে হুট করে এসব লাইক সরিয়ে নেওয়া হবে না। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যাপারটা যে এখনই কার্যকর করা হবে তা নয়, তবে পেজগুলো সক্রিয় রাখলে পেজ মালিকদেরই লাভ হবে।
তাই ফেসবুকের লাইক বজায় রাখতে হলে নিজের পেজটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। আপডেট না পেলে ফেসবুক আপনার পেজকে বাতিলের খাতায় ফেলতে একদমই সময় নেবে না। ফেসবুকের পেজে লাইকের সংখ্যা গুনে রাখুন আর নিজের পেজটিকে সবসময় সচল রাখুন।