ফেসবুকেই লেনদেন
ফেসবুকেই এখন পাওয়া যাচ্ছে সারা পৃথিবী। অথবা বলতে পারেন পুরো দুনিয়াই এখন ঢুকে গেছে ফেসবুকের ভেতর। যোগাযোগ রক্ষার কথাই বলেন আর বিজ্ঞাপন বা প্রচারণা সব কাজেই লাগে ফেসবুক। নিউজ ফিডের মাধ্যমে খবরও এখন পড়া যাচ্ছে ফেসবুক থেকে। সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মকে আরো বেশি ব্যবহারকারীদের কাজে লাগাতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। এবার ফেসবুকের মাধ্যমেই টাকা পাঠানোর ব্যবস্থা চালু করা হয়েছে।
এর জন্য নতুন একটি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন তৈরি করেছে ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের পক্ষ থেকে নতুন এই সেবার কথা জানানো হয়। ফেসবুকের মাধ্যমে টাকা পাঠাতে আলাদা কোনো চার্জ দিতে হবে না।
তবে মাস্টারকার্ড অথবা ভিসা কার্ডের তথ্য দিতে হবে। সেখান থেকেই টাকা কেটে নেওয়া হবে। ম্যাসেঞ্জারে একটি ডলারের লোগো যোগ হবে সেটাতে ক্লিক করলেই পাবেন টাকা পাঠানোর অপশন। পৃথিবীজুড়ে ৫০ কোটি মানুষ ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে।
ফেসবুকের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ম্যাসেজিং অ্যাপগুলো আগে থেকেই টাকা পাঠানোর সেবা চালু করেছে। গত নভেম্বরে স্ন্যাপচ্যাটের সাথে চুক্তি করেছিল স্কয়ার।
টাকা পাঠানোর সুবিধা চালু করায় এখন ফেসবুকও এই বাজারে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ম্যাসেজিং অ্যাপ হিসেবে জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা বাড়বে ফেসবুকের। গত বছরের শেষ দিকে ফেসবুক জানিয়েছিল বিশ্বজুড়ে ১০০ কোটি মানুষ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে। কিন্তু এদের অর্ধেকও ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপ ব্যবহার করে না।
ম্যাসেজিং অ্যাপ্লিকেশনের বাজার ধরতে গত বছর এক হাজার ৯০০ কোটি ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছিল ফেসবুক। সারা বিশ্বে ৭০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। যদিও হোয়াটসঅ্যাপে টাকা পাঠানো যায় না।
প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ১০ লাখ লেনদেনের লক্ষ্য রয়েছে ফেসবুকের। সেই সাথে অর্থ আদান-প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে তারা। ফেসবুক ম্যাসেঞ্জারের অ্যাপটির একটি নতুন অ্যানড্রয়েড এবং আইওএস ভার্সন আগামী কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে।