মাইক্রোসফটের সস্তা ইন্টারনেট ফোন
ইন্টারনেট সংযোগসহ সবচেয়ে সস্তা ফোন বাজারে এনেছে মাইক্রোসফট। কয়েক সপ্তাহ আগে কানাডীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডাটাউইন্ড’ ঘোষণা দিয়েছিল তিন হাজার রুপির নিচে থ্রিজি স্মার্টফোন ছাড়া হবে বাজারে।
আর মাইক্রোসফট ভারতের বাজারে ছেড়েছে ডুয়েল সিম সুবিধার নোকিয়া ২১৫ হ্যান্ডসেট। এটিকে বলা হচ্ছে ইন্টারনেট রেডি ফোন। এর দাম ধরা হয়েছে মাত্র ২১৪৯ রুপি।
ফোনটিতে থাকছে প্রি ইনস্টলড ফেসবুক এবং ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন। একই সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন অপশনও রয়েছে। এটাই প্রথম সেট যেটি ভারতীয় ব্যবহারকারীদের স্থানীয় ৯টি ভাষায় ফেসবুক ব্যবহারের সুযোগ করে দেবে।
ফোনটিতে রয়েছে ২৪০x৩২০ পিক্সেল রেজ্যুলেশনের ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে। ফোনটি চলবে নোকিয়া সিরিজের থার্টি প্লাস অপারেটিং সিস্টেমে। রয়েছে মাইক্রো ইউএসবি, ৩.৫ মিলিমিটার এভি কানেক্টর এবং ৩.০ ব্লুটুথ কানেক্টিভিটি।
১১০০ এমএইচ ব্যাটারি যেটা দেবে ২০ ঘন্টা পর্যন্ত টকটাইম এবং সিঙ্গেল সিম ব্যবহারে ২৯ দিন এবং ডুয়েল সিম ব্যবহারে ২১ দিন চার্জ থাকবে। ৭৮.৭ গ্রাম ওজনের ফোনটিতে ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। রয়েছে রিয়ার ভিজিএ ক্যামেরা, তবে কোনো ফ্রন্ট ক্যামেরা নেই।