ফেসবুকেই পুরো সংবাদ

ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগই নয়, সংবাদ পাওয়ারও একটি বড় মাধ্যম। অনলাইনে কোন সংবাদ কোথা থেকে জেনেছেন-এমন প্রশ্নের জবাবে বিশ্বের কোটি মানুষের উত্তর হবে ফেসবুক। ব্যবহারকারীদের সংবাদ পৌঁছে দেওয়ার পদ্ধতি জোরদারের উদ্যোগ নিয়েছে ফেসবুক। এখন থেকে শুধু সংবাদের লিংকই নয়, পুরো সংবাদই ফেসবুকে মিলবে।
ফেসবুক কর্তৃপক্ষ ইন্সট্যান্ট আর্টিকেল নামক একটি প্রোগ্রাম চালু করেছে। এটি সংবাদমাধ্যমগুলোকে ফেসবুকের মধ্যেই পুরো সংবাদ পরিবেশনের সুযোগ করে দিয়েছে। ইন্সট্যান্ট আর্টিকেল সুবিধা ব্যবহারকারী সংবাদমাধ্যমগুলো তাদের কেনো সংবাদ বা নিবন্ধ ফেসবুকের সার্ভারে রাখবে।
গতানুগতিক ব্যবস্থায় ফেসবুকে কোনো সংবাদ পোস্ট করা হলে তা একটি লিংক হিসেবে পোস্ট হয়। কোনো ব্যবহারকারী ওই সংবাদের ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংবাদমাধ্যমের ওয়েবসাইটে চলে যায়। তবে ইন্সট্যান্ট আর্টিকেল ব্যবহারকারীর কোনো সংবাদ পড়তে তাদের ওয়েবসাইটে যেতে হবে না। ফেসবুকেই পুরো সংবাদ থাকবে। তাই লিংক থেকে সংবাদের পেজ আসার সময় জন্য কোনো ব্যবহারকারীকে অপেক্ষা করতে হবে না। ফেসবুক ব্যবহারকারীরা অনেক দ্রুত তাঁদের স্মার্টফোন বা মোবাইলে পুরো সংবাদ পাবেন।
বেশি পাঠকদের কাছে দ্রুত পৌঁছাতে ইচ্ছুক সংবাদমাধ্যমগুলোর জন্য এটি সুবর্ণ সুযোগ। তবে একটি জিনিস মনে রাখতে হবে এতে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বেশি কর্তৃত্ব ছেড়ে দেওয়া হবে।
ফেসবুক জানিয়েছে, ন্যাশনাল জিওগ্রাফি, নিউইয়র্ক টাইমস, বাজফিড, গার্ডিয়ান এবং বিবিসি ফেসবুকের ইন্সট্যান্ট আর্টিকেল সুবিধা ব্যবহার করবে। এদের সংবাদ ফেসবুকের সার্ভারে থাকবে।
ফেসবুকের পণ্যবিষয়ক প্রধান ক্রিস কক্স বলেন, এখানে মূল বিষয় হলো গতি। স্মার্টফোন বা মোবাইলে ব্যবহারকারীরা লিংকে ক্লিকের পর দীর্ঘ সময় বসে থাকতে ইচ্ছুক নয়। ফেসবুকের ইন্সট্যান্ট আর্টিকেলে কোনো সংবাদ ফেসবুকের সার্ভারেই থাকবে তাই এটি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে অনেক কম সময় নেবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, গতানুগতিক ব্যবস্থায় স্মার্টফোন বা মোবাইলে ফেসবুক থেকে একটি সংবাদের নির্দিষ্ট ওয়েবপেইজে যেতে গড়ে আট সেকেন্ড সময় নেয়। তবে পরীক্ষামূলকভাবে ইন্সট্যান্ট আর্টিকেলের মাধ্যমে ন্যাশনাল জিওগ্রাফির একটি সংবাদ ফেসবুকে প্রায় সঙ্গে সঙ্গেই বা সেকেন্ডেরও কম সময়ে পাওয়া গেছে। সংবাদটির মধ্যে বেশ কয়েকটি ছবি, মানচিত্র ও চার্ট ছিল। ইন্সট্যান্ট আর্টিকেল প্রোগ্রামে কিছু টুলস আছে যা বেশি পাঠকের কাছে সংবাদ পৌঁছাতে সহায়ক হতে পারে।
তবে ফেসবুকের পূর্ণ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর কিছু প্রশ্ন আছে। ফেসবুকের নিউজ ফিডে কোনো কারসাজি হলে অনেক সংবাদমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া তৃতীয় একটি মাধ্যম হওয়ায় কোনো সংবাদের বিষয়বস্ত পরিবর্তন বা সংবাদ হারিয়ে যাওয়ার আশঙ্কা করেন অনেকে। একই সঙ্গে ইন্সট্যান্ট আর্টিকেলের মাধ্যমে ফেসবুকে সংবাদ পরিবেশন কতটা টেকসই হবে এ নিয়েও প্রশ্ন আছে।
যে কোনো সংবাদমাধ্যমের চেয়ে ফেসবুকের তথ্যের পরিমাণ বেশি। এখন আরো যুক্ত হওয়া ব্যবহারকারীরা কীভাবে নেয় তাও দেখার বিষয়।