উৎক্ষেপণের ৩০ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়লো জার্মান রকেট

উৎক্ষেপণের মুহুর্তের মধ্যে ভেঙে পড়ল ইউরোপ থেকে পাঠানো প্রথম অরবিটাল রকেট। রোববার নরওয়ে থেকে উৎক্ষেপিত হয় মহাকাশযানটি। রকেটটির নির্মাতা জার্মান স্টার্টআপ সংস্থা ইসার এয়ারোস্পেস এই উৎক্ষেপণকে সফল বলে অভিহিত করে।
একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপ মহাদেশের মাটি থেকে প্রথম কোনো বাণিজ্যিক রকেট নির্মাতা উৎক্ষেপণের চেষ্টা করল।
৩০ সেকেন্ডের মধ্যেই তার সলিল সমাধি হলেও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের উদ্দেশ্য ছিল যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা এবং তাতে তারা সফল হয়েছে।
স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় রকেটটি নরওয়ে থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটিকে। ইসার এয়ারোস্পেস একে সফল উৎক্ষেপণ বলে চিহ্নিত করে। তার ঠিক ৩০ সেকন্ড পরেই ‘নিয়ন্ত্রিত গতিতে’ সমুদ্রে ভেঙে পরে রকেটটি।
কোম্পানির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল মেটস্লার বলেন, আমাদের প্রথম উৎক্ষেপণের চেষ্ঠা আমাদের নিরাশ করেনি। আমরা দারুণ সফল।
এই রকেট উৎক্ষেপণ যানটি ২৮ মিটার লম্বা। এর ব্যাস দুই মিটার। এটি ৭০০ থেকে এক হাজার কেজির যানকে মহাকাশে নিয়ে যেতে পারে।
মিউনিখের ইসার এয়ারোস্পেস ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশেষজ্ঞদের মতে এটি ইলন মাস্কের স্পেসএক্স এবং জেফ বেজোর ব্লু অরিজিনের ইউরোপীয় প্রত্যুত্তর।