টুইটারের লোগো থেকে নীল পাখির বিদায়, দখল নিল এক্স
বদলে গেল টুইটারের লোগো। এতদিন লোগোতে ছিল নীল পাখি। ২০০৬ সালের ২১ মার্চ প্রতিষ্ঠিত এই টুইটারের লোগোতে এখন শেখানে শোভা পাচ্ছে এক্স। এর বর্তমান স্বত্ত্বাধিকারী ইলন মাস্ক এক টুইটে লোগোটির ভিডিওচিত্র পিন করে রেখেছেন। কিছুদিন ধরেই এ নিয়ে তাকে তৎপরতা চালাতে দেখা যায়। এবার তা প্রাতিষ্ঠানিকভাবে রূপ পেল।
এএফপি আজ সোমবার (২৪ জুলাই) জানায়, টু্ইটারের লোগোতে পাখির জায়গায় স্থান নিয়েছে এক্স। আজ গতকাল ইলন মাস্ক তার পিন করা টুইটে এক্সের লোগো ভিডিও আকারে প্রকাশ করেন। নিজের প্রোফাইল পিকচারেও রেখেছেন এক্সের লোগো। আর টুইটার ডট কমে গিয়ে দেখা যায়, লোগোতে আগের সেই নীল পাখি নেই।
এদিকে, গতকাল এক টুইটে পাখির লোগোসহ এক টুইটে ইলন মাস্ক লিখেছিলেন, ‘এটা ছাড়াও এক্স পছন্দ করি।’
মাস্ক এক্স এর ঝিকিমিকি একটি ছবি পোস্ট করেন এবং পরে এক টুইটার স্পেসে অডিও চ্যাটে জবাবে বলেন, হ্যাঁ। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, টুইটারের লোগো পরিবর্তন হবে কি না। তিনি বলেন, এটি অনেক আগে করা উচিত ছিল।