টুইটারের বিজ্ঞাপন আয় অর্ধেকে নেমে যাওয়ার দাবি ইলনের
গত অক্টোবরে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনেছিলেন তৎকালীন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। হাতবদলের পর থেকে সোশ্যাল প্ল্যাটফর্মটির বিজ্ঞাপন আয় কমছে। এ পর্যন্ত টুইটারের বিজ্ঞাপন আয় আগের তুলনায় অর্ধেকে নেমে গেছে বলে দাবি করেছেন ধনকুবের ইলন মাস্ক। আজ রোববার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
টুইটারের আর্থিক সমস্যার সামাধানে একটি টুইট করেন একজন ব্যবহারকারী। সেই টুইটরের জবাবে কোম্পানিটি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা বিশদে বলেন ইলন। একইসঙ্গে কোম্পানির পরিসংখ্যান চিত্র তুলে ধরেন।
গতকাল শনিবার টুইট বার্তায় এই ধনকুবের বলেন, ‘বিজ্ঞাপন আয় ৫০ শতাংশ কমা ও ঋণের পরিমাণ বাড়ায় আমরা এখনও লসে রয়েছি। আমাদের লাভের প্রবাহে পেওঁছাতে হবে।’
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইনসাইডার ইন্টিলিজেন্ট জানিয়েছে, ২০২৩ সালের এ পর্যন্ত টুইটার আয় করেছে ৩০০ কোটি ডলার। যা, ২০২২ সালের একই সময়ের থেকে এক তৃতীয়াংশ কম।’
টুইটার কেনার পর থেকে সোশ্যাল প্ল্যাটফর্মটিতে ব্যাপক পরিবর্তন আনে ইলন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছাঁটাই থেকে শুরু করে ব্লু ব্যাজের জন্য অর্থ নিচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মটি। এতে করে টুইটারে ব্যবহারকারী কমার সঙ্গে সঙ্গে কমেছে বিজ্ঞাপনও।
চলতি মাসের শুরুর দিকে টুইটারে পরিবর্তন আনার ঘোষণা দেন ইলন। ওই সময় ঘোষণা দিয়ে এই ধনকুবের জানান, ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো দিনে ১০ হাজারের বেশি টুইট দেখতে পারবে না। তৃতীয় পক্ষের কেই যেন টুইটারের সিস্টেমকে প্রভাবিত না করতে পারে সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান বর্তমানে শীর্ষ ধনীর তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা এই ব্যক্তি।
এ ছাড়া ওই সময় ভেরিফায়েড নয় এমন অ্যাকাউন্টগুলোতেও সীমাবদ্ধতা আনা হয়। নন ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো দিনে সর্বোচ্চ এক হাজার টুইট দেখতে পারবেন।
প্রতিবেদনে এএফপি বলছে, ধারণা করা হয়, বর্তমানে টুইটারের প্রায় ২০ কোটি নিয়মিত ব্যবহারকারী রয়েছে। তবে, ইলন সোশ্যাল প্ল্যাটফর্মটি কেনার পর হাজার হাজার কর্মীকে বরখাস্ত করে। এতে করে বারবার প্রযুক্তিগত ব্যর্থতার শিকার হয়েছে টুইটার।