অফিসে আসুন, নয়তো কোম্পানি ছাড়ুন : টেসলার কর্মীদের এলন মাস্ক
যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক টেসলার কর্মীদের অফিসে এসে কাজ করার আহ্বান জানিয়েছেন। অফিসে না আসতে চাইলে চাকরি ছেড়ে দিতে বলেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ বুধবার এমনটি জানানো হয়েছে।
টেসলার কর্মীদের উদ্দেশে সিইও এলন মাস্কের দেওয়া এক নোটিশে বলা হয়, ‘টেসলার কর্মীদের যারা ঘরে থেকে কাজ করতে চান, তাদের সপ্তাহে অন্ততপক্ষে ৪০ ঘণ্টা অফিসে এসে কাজ করতে হবে, নয়তো টেসলা ছেড়ে দিতে হবে।’
নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রয়টার্স এর সত্যতা যাচাই করতে পারেনি। রয়টার্সের পক্ষ থেকে টেসলার সঙ্গে যোগাযোগ করা হলেও কোম্পানিটির পক্ষ থেকে কিছু বলা হয়নি।