অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মূল্যায়নে নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ ব্রিটিশ সরকারের
চলতি বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের আনুষ্ঠানিক অনুমোদনের অংশ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন মূল্যায়নে ব্রিটিশ সরকার শুক্রবার দেশটির স্বাধীন ওষুধ নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বে এ পর্যন্ত ১৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই মহামারি প্রতিরোধে এখন পর্যন্ত তিনটি ওষুধ কোম্পানি ফাইজার/বায়োএনটেক, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকা/ অক্সফোর্ড যথাসম্ভব ডিসেম্বরের প্রথম দিকে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন করেছে। খবর বাসসের।
অ্যাস্ট্রাজেনেকা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের আগে শেষ ধাপ ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে। তবে ব্রিটিশ সরকার সে দেশের আইন অনুযায়ী ভ্যাকসিন অনুমোদনে স্বাধীন মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সিকে (এমএইচআরএ) সবুজ সংকেত দিয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ‘আমরা নিয়মিতভাবে অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মূল্যায়ন এবং কঠোর সুরক্ষা মান পুরণ করছে কি না, তা নির্ধারণে নিয়ন্ত্রক সংস্থাকে আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছি।’
অক্সফোর্ডের সঙ্গে অংশীদারত্বে ব্রিটিশ ওষুধ কোম্পানি ১০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করবে।
স্বাস্থ্য বিভাগ বলেছে, বছরের শেষ নাগাদ ব্রিটেনের জন্য ৪০ লাখ ডোজ এবং ২০২১ সালের মার্চ নাগাদ ৪০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন করবে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের গড়ে ৭০ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।