আবেগঘন বিতর্ক শেষে ইউরোপীয় পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাস
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য শর্তের পক্ষে ভোট দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ ইউরোপীয় পার্লামেন্ট সদস্য বা এমইপি।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে এক আবেগঘন বিতর্কের পর স্থানীয় সময় গতকাল বুধবার ব্রেক্সিট প্রত্যাহার চুক্তির পক্ষে ভোট দেন ৬২১ জন এমইপি, আর বিপক্ষে ভোট পড়ে ৪৯টি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ভোটাভুটির পর যুক্তরাজ্যের বিদায় উপলক্ষে একটি ঐতিহ্যবাহী লোকসংগীত গান পার্লামেন্ট সদস্যরা।
বেশ কয়েকজন এমইপি আশা প্রকাশ করেন, যুক্তরাজ্য কোনো একদিন আবারও ইইউতে ফিরবে। আবার ব্রেক্সিটের পক্ষের এমইপির অনেকেই তাঁদের বিদায়ী ভাষণে ছিলেন অশ্রুসজল।
আগামীকাল শুক্রবার ইইউ ত্যাগ করবে যুক্তরাজ্য। ব্রেক্সিট হওয়ার আগে চুক্তি অনুমোদন প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ ছিল ইউরোপীয় পার্লামেন্টের এ ভোট।
ব্রিটিশ আইনপ্রণেতারা চলতি মাসের শুরুতেই ব্রেক্সিট চুক্তি সমর্থন করেন। ইইউর বিভিন্ন কমিটিতেও এ চুক্তি গত সপ্তাহেই পাস হয়।