আলিবাবা ও জ্যাক মার বিরুদ্ধে ভারতের আদালতে সমন জারি
প্রতিষ্ঠানের সাবেক কর্মীর করা মামলার পরিপ্রেক্ষিতে চীনের শীর্ষ ই-কমার্স কোম্পানি আলিবাবা ও এর প্রতিষ্ঠাতা জ্যাক মার নামে সমন জারি করেছেন ভারতের একটি আদালত।
আলিবাবার ভারতীয় কর্মী পুষ্পন্দ সিংহ পারমারের অভিযোগ, কোম্পানির অ্যাপে ভুয়া খবর প্রচার ও সেন্সরশিপ নিয়ে তিনি অভিযোগ দিলে তাঁকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া চীনের প্রতি নেতিবাচক কোনো খবর ইউসি নিউজে শেয়ার করা হতো না। বার্তা সংস্থা রয়টার্স এসব অভিযোগের সপক্ষে প্রমাণসংবলিত তথ্য যাচাই করে দেখেছে বলে তাদের প্রতিবেদনে জানিয়েছে।
চীন-ভারত সীমান্তে উত্তেজনার মাঝেই সম্প্রতি চীনা কোম্পানি আলিবাবার ইউসি নিউজ ও ইউসি ব্রাউজারসহ ৫৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। এরপরই আলিবাবার ওই কর্মী মামলাটি করলেন।
ভারতের রাজধানী দিল্লির গুরুগ্রামের জেলা আদালতের বিচারক আলিবাবা ও এর প্রতিষ্ঠাতা জ্যাক মাসহ কোম্পানিটির বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আইনজীবীদের মাধ্যমে আগামী বুধবারের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।