ইউক্রেনের নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু

ইউক্রেনের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন ১৫ জন। দগ্ধ আরো পাঁচজনকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির জরুরি বিভাগের বরাত দিয়ে ইউরো নিউজ এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের খারকিভ শহরে একটি বেসরকারি হাসপাতালে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু আগুন নেভার আগেই ১৫ জনের মৃত্যু হয়। এ ছাড়া নয়জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোতলা হাসপাতালটিকে আবাসিক ভবন বলছে স্থানীয় গণমাধ্যমগুলো। তবে সেখানে হাসপাতাল পরিচালনার জন্য অনুমতি ছিল কি না, বিষয়টি এখনো জানা যায়নি।
এক টুইট বার্তায় শোক জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদাইমার জেলেনস্কি। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে রাজ্য তদন্ত কমিশনকে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।