ইউক্রেনে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, চিকিৎসকসহ মৃত চার

ইউক্রেনের রিজিওনাল ইনফেকশাস ডিজিজ ক্লিনিকেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
ইউক্রেনের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া অঞ্চলের রিজিওনাল ইনফেকশাস ডিজিজ ক্লিনিকেল হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে তিনজন করোনা রোগী ও অপরজন ওয়ার্ডের চিকিৎসক। আজ বৃহস্পতিবার রাজ্য গভর্নর বিষয়টি জানিয়েছেন। খবর এনডিটিভি ও ইউনো নিউজের।
অগ্নিকাণ্ডের বিষয়ে জাপোরিঝিয়ার মেয়র ওলেক্সান্দের স্টার্খ বলেন, আগুন হাসপাতালের দ্বিতীয় তলায় লাগে। সেখানে রোগীরা ভেন্টিলেটরে ছিলেন। ওই ওয়ার্ডের অপর আটজনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
ইউক্রেনে এখন পর্যন্তু ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর এ পর্যন্ত মারা গেছে ২৩ হাজার ২২৯ জন।