ইউরোপীয় ইউনিয়ন ছাড়ল যুক্তরাজ্য
আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করেছে যুক্তরাজ্য। এর মধ্য দিয়ে ইইউর সঙ্গে ৪৭ বছরের সদস্যপদ ছিন্ন করল দেশটি। তিন বছরেরও বেশি সময় আগে এক গণভোটে ইইউ থেকে বিচ্ছেদ বা ব্রেক্সিটের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য।
উদযাপন ও ব্রেক্সিটবিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে ঐতিহাসিক মুহূর্তটির অবতারণা হয় স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায়)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইইউর সঙ্গে থাকার পক্ষে ভোট দিয়েছিল স্কটল্যান্ড। আনুষ্ঠানিক ব্রেক্সিট কার্যকরের মুহূর্তটি তাই মোমবাতি জ্বালিয়ে পালন করেছে স্কটিশরা। অন্যদিকে লন্ডনের পার্লামেন্ট চত্বরে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে মুহূর্তটি উদযাপন করেছে ব্রেক্সিট পক্ষ।
এদিকে ব্রেক্সিটকে নতুন দিনের সূর্যোদয় হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।