ইন্দো-প্যাসিফিকে ব্রিটিশ রণতরী মোতায়েনের পরিকল্পনাকে স্বাগত জানাল জাপান
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্রিটিশ রণতরী এইচএমএস কুইন এলিজাবেথের নেতৃত্বে একটি বহর মোতায়েনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে জাপান। সংবাদ সংস্থা এএনআই এ খবর দিয়েছে।
নতুন এই কুইন রণতরীটি আগামী সাত মাসের মধ্যে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশে বন্দরে প্রবেশের পরিকল্পনা করেছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিশি নোবুও গত মঙ্গলবার সাংবাদিকদের জানান, তিনি বিশ্বাস করেন যে, এই পরিকল্পনা জাপান ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তিনি নিশ্চিত যে যুক্তরাজ্য অবাধ ও উন্মুক্তভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখবে এবং শক্তিশালীকরণে প্রতিরক্ষায় তা প্রদর্শন করে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রচার করবে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিশি নোবুও আরও বলেন, ‘দুই দেশ একত্রে কাজ করবে। ব্রিটিশ সামরিক বাহিনী এবং জাপানের নিজস্ব প্রতিরক্ষা বাহিনী জাপান বন্দরের যৌথ মহড়া দেওয়ার পরিকল্পনা করেছে।’
এ ছাড়া রয়্যাল নেদারল্যান্ডস নেভির একটি ফ্রিগেট বিমানবাহী স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দেবে। তিনি এই পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন।
এ নিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘নেদারল্যান্ডসের সঙ্গে জাপানের সম্পর্ক আরও মজবুত করে তুলবে। শুধু তাই নয়, জাপান সেই দেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে, যারা নিজেদের মূল্যবোধগুলো ভাগ করে নেবে।’