ইবোলা ভাইরাস : আফ্রিকার ছয় দেশকে সতর্ক করল ডব্লিউএইচও
প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণের আতঙ্ক নিয়ে এবার আফ্রিকার ছয় দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে সংস্থাটি জানায়, ওই অঞ্চলে এখন শুধু করোনাভাইরাস (কোভিড-১৯) নয়, ইবোলা ভাইরাসও ঝুঁকির কারণ হয়ে উঠছে।
সম্প্রতি আফ্রিকার দেশ গিনি ও ডিআর কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর আফ্রিকার ছয় দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে গিনিতে তিনজন ও ডিআর কঙ্গোতে এক নারীর মৃত্যু হয়েছে।
ডব্লিউএইচও যে ছয় দেশকে সতর্ক করেছে সেদেশগুলো হলো— সিয়েরা লিওন, লাইবেরিয়া, মালি, গিনি-বিসাউ, সেনেগাল ও আইভরি কোস্ট। খবর দ্য সানের।
গত ১৪ ফেব্রুয়ারি সাতজন সংক্রমিত আর তিনজনের মৃত্যুর পর ইবোলা মহামারি ঘোষণা করেছে গিনি সরকার। সম্প্রতি আফ্রিকায় ছড়ানো ইবোলা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্সিং শুরু করেছে ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশগুলো দ্রুত সম্ভাব্য সংক্রমিত বা সংস্পর্শে আসাদের চিহ্নিত করতে কাজ করছে। কেবল মানুষের মধ্যেই নাকি প্রাণীদের মধ্যেও ছড়াচ্ছে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।