ইরাকে প্রথম করোনা রোগীর মৃত্যু
ইরাকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মারা গেছেন। নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এটিই দেশটিতে প্রথম মৃত্যু।
আজ বুধবার ওই ব্যক্তি মারা গেছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
দেশটির উত্তরাঞ্চলের কুর্দি স্বায়ত্তশাসিত সুলাইমানিয়া প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখানেই মারা গেছেন তিনি।
স্থানীয় সূত্রগুলো বলছে, সম্প্রতি প্রতিবেশী ইরান থেকে দেশে ফিরে আসা ইরাকিদের সঙ্গে স্বাক্ষাৎ করেছিলেন ওই ব্যক্তি। করোনাভাইরাসের প্রাণকেন্দ্র চীনের বাইরে মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে ইরানে।
ইরানে করোনায় প্রাণ গেছেন ৭৭ জনের আর আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩০০ জনের বেশি।
তবে একদিনের ব্যবধানে ইরানের এই প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে গেছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন।