চীনের ৩৭ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/15/china-usa.jpg)
জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগে চীনের ৩৭ কোম্পানির পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নতুন করে এ নিষেধাজ্ঞা দেওয়ার তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি। এ নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা চীনা কোম্পানির সংখ্যা দাঁড়াল প্রায় ১৫০টি।
যেসব কোম্পানি খনি, পোশাক শিল্প ও সোলার শিল্প সংশ্লিষ্ট। যাদের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে মার্কিন এই নিষেধাজ্ঞা আসবে। এইসব কোম্পানি চীনের জিনজিয়াং অঞ্চলে খনিজ পদার্থ প্রস্তুতকরণ ও তুলা রপ্তানিকরণের কাজ করে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস বলছেন, চীনভিত্তিক ৩৭টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্টের ভিত্তিতে। এর ফলে এসব কোম্পানি পণ্য আমেরিকাতে প্রবেশ করতে পারবে না।
উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট ২০২১ সালে আমেরিকাতে আইনে পরিণত হয়।