ইরাকে মার্কিন সেনাদের অবস্থানের কাছে ড্রোন হামলা
ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। কুর্দিশ নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে গতকাল শনিবার ড্রোন হামলায় অন্তত ছয়টি বিস্ফোরণের কথা জানা গেছে। বিমানবন্দরটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অবস্থান করছে। তবে, এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কয়েক বছর ধরে কুর্দি স্বায়ত্বশাসিত অঞ্চলটিতে এমন বিস্ফোরকসহ ড্রোন হামলার ঘটনা ঘটছে।