ইরানের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট আবুল হাসান আর নেই
ইরানের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর মারা গেছেন। গতকাল শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
এরই মধ্যে আবুল হাসানের ব্যক্তিগত ওয়েবসাইট এবং ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর আল জাজিরার।
গণমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘদিন যাবত অসুস্থতার সঙ্গে লড়াই করে প্যারিসের সালপেট্রেয়ার হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে নিজ দেশ থেকে পালিয়ে তিনি প্যারিসে বসবাস শুরু করেছিলেন।
বিশ্লেষকদের মতে, বনিসদর ১৯৩৩ সালে ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন বিখ্যাত ইসলামি নেতা এবং রুহুল্লাহ খামেনির বন্ধু; যিনি ইরানের সবশেষ শাহ মো. রেজা পাহলভীর বিরুদ্ধে ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন।
ইউরোপে পড়াশুনা করা বনিসদর সবসময়ই শাহ রাজত্বের বিরোধী ছিলেন। ফলে তিনি রুহুল্লাহ খামেনির প্রিয় বন্ধু হয়ে ওঠেন। পরবর্তীকালে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
যদিও তাঁর ক্ষমতা মাত্র এক বছর স্থায়ী হয়েছিল। কেননা ১৯৮১ সালে নবগঠিত ইসলামিক সংসদ খামেনির সমর্থন নিয়ে তাকে অভিসংশিত করে। মূলত এর পর থেকেই তিনি প্যারিসে আশ্রয় গ্রহণ করেন।