পুলিশ হত্যা : ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানের মধ্যাঞ্চলে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দেশটির বিচার বিভাগের সরকারি বার্তা সংস্থা মিজান এ খবর জানিয়েছে। খবর এএফপির।
মিজান জানায়, ‘জারানদিহ শহরের পুলিশ কমান্ডার মহাসড়কের পাশে চোরাকারবারীদের একটি গাড়ি থামাতে বললে হত্যাকারী পুলিশ কমান্ডারকে খুন করে তার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
বার্তা সংস্থা মিজান জানিয়েছে, ২০২৩ সালের ৩০ মে মাসে ইরানের মধ্যাঞ্চলীয় মারকাজি প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের পরিবার মৃত্যুদণ্ডের আবেদন করলে ইরানি আইনে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মিজান জানিয়েছে, ভুক্তভোগীর বাবা-মা খুনিকে ক্ষমা করতে অস্বীকার করায় বুধবার সকালে সেভেহ কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গ্রুপগুলোর মতে প্রতি বছর চীনের পর ইরান বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে।
ইরানে হত্যা, মাদক পাচার, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ বড় অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়।
গত ডিসেম্বরে ইরানি কর্তৃপক্ষ বেশ কয়েকজন নারীকে নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে।