ইরানে করোনায় মৃতের সংখ্যা কমপক্ষে ২১০ : বিবিসি
চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে ২১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। দেশটির বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যমটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসে প্রাণ হারানো বেশিরভাগই ইরানের রাজধানী তেহরান ও কোম শহরের বাসিন্দা। মূলত এই কোম শহর থেকেই ইরানে করোনাভাইরাস ছড়িয়েছে। বিবিসির খবরে আরো বলা হয়েছে, নতুন মৃতের সংখ্যা গতকাল শুক্রবার সরকার ঘোষিত সংখ্যার চেয়ে ছয়গুণ বেশি। গতকাল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলো।
তবে ২১০ জনের মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপোর। তিনি এ বিষয়ে নিজেদের অবস্থান স্বচ্ছ দাবি করেছেন এবং বিবিসি মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন।
এর আগে গত সপ্তাহে কোম শহরের এক সংসদ সদস্য অভিযোগ করেছিলেন, ইরান কর্তৃপক্ষ করোনাভাইরাসে মৃত্যুর সঠিক সংখ্যা গোপন করছে।
এদিকে গতকাল শুক্রবার ওয়াশিংটনে কংগ্রেসের একটি কমিটির বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আমরা ইরানকে সাহায্যের প্রস্তাব দিয়েছি।’
করোনাভাইরাস পরিস্থিতিতে গতকাল শুক্রবার তেহরানসহ আরো ২২টি শহরে জুমার নামাজ বাতিল করা হয়। বন্ধ রাখা হয়েছে স্কুল ও বিশ্ববিদ্যালয়।
বিশ্বের ৫০টিরও বেশি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজারে আর মৃত্যু হয়েছে দুই হাজার ৮০০ জনের। সামগ্রিক করোনা পরিস্থিতিকে সর্বোচ্চ ঝুকিপূর্ণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।