ইরানে পরমাণু স্থাপনার এলাকায় ভূমিকম্প
ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনার মধ্যে ইরানে মৃদু মাত্রার ভূমিকম্প হয়েছে। ইরানে অবশ্য এমন ভূমিকম্প প্রায়ই হয়ে থাকে।
স্থানীয় সময় আজ বুধবার সকালে ইরানের বুশেহের অঞ্চলে পরমাণু স্থাপনার কাছাকাছি ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ খবর জানিয়েছে।
এদিকে, ইরানের রাজধানী তেহরান থেকে উড্ডয়নের পর ১৮০ আরোহীসহ ইউক্রেনগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কারিগরি ত্রুটির কারণে বোয়িং-৭৩৭ যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। তবে বিধ্বস্ত হওয়ার পর বিমানের যাত্রী ও ক্রুদের অবস্থা কী, তা জানা যায়নি।
গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। এর প্রতিশোধে গতকাল মঙ্গলবার রাতে ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।