ইলন মাস্কের প্রস্তাব গ্রহণ করতে পারে টুইটার
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের দেওয়া ৪ হাজার ৩০০ কোটি ডলারের অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করতে পারে মাজিক যোগাযোগমাধ্যম টুইটার। টুইটারের পরিচালনা পর্ষদ সোমবারই এই বিষয়ে ঘোষণা দিতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মার্কিন ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার প্রস্তাবকে তার ‘সেরা ও চূড়ান্ত’ বলে অভিহিত করেছেন।
এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, টুইটার সাধারণ শেয়ার মালিকদের ৫৪ ডলার ২০ সেন্ট দামে শেয়ার বিক্রির পরামর্শ দিতে পারে। আর এই ঘোষণা সোমবারেই দিতে পারে টুইটারের পরিচালনা পর্ষদ।
ইলন মাস্ক টুইটারের বিভিন্ন ধরনের নীতির সমালোচক। তিনি এই প্রতিষ্ঠানটিকে ‘নিরঙ্কুশ বাক স্বাধীনতার’ প্ল্যাটফর্ম হতে হবে বলে মন্তব্য করেন। টেসলার প্রধান নির্বাহী এই কর্মকর্তা বলেছেন, বাকস্বাধীনতার জন্য প্রকৃত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে এবং এর পরিসর বাড়াতে টুইটারকে ব্যক্তিগতভাবে কিনে নেওয়া দরকার।
টুইটারকে অধিগ্রহণ করার মাত্র চারদিন আগে একটি অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। তাঁর ওই প্রস্তাবের পর টুইটারে নির্বাহী পর্ষদ এটি নিয়ে গুরুত্বের সাথে চিন্তা-ভাবনা শুরু করে। টুইটারের অনেক অংশীদার চুক্তির সুযোগ হাতছাড়া না করার জন্য কোম্পানিটির প্রতি আহ্বান জানিয়েছিল।