ইসরায়েলি বাহিনীর নির্মম নির্যাতনে ফিলিস্তিনি তরুণের মৃত্যু
ইসরায়েলি সেনা সদস্যদের নির্যাতনে এক ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়েছে। রামাল্লার উত্তর-পূর্বে তুরমাস-আইয়া শহরের কাছে তাকে নির্যাতন করা হয়। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আমের আবেদারলাহিম স্নোবার নামের ওই তরুণ মারাত্মকভাবে আহত হওয়ার পর হাসপাতালে যান। ফিলিস্তিন মেডিকেল কমপ্লেক্সের পরিচালক আহমেদ আল-বিতাউই রোববার সকালে ফিলিস্তিনের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণে আহত হওয়ার ফলে স্নোবার মারা যান।
আহমেদ আল-বিতাউই বলেন, স্নোবারের ঘাড়ে মারধরের চিহ্ন দেখা গেছে। তার শরীরে মারধরের চিহ্নগুলো রাইফেলের বাট দিয়ে আঘাত করার পর যে চিহ্ন হয় সেগুলোর মতো বলে জানিয়েছে চিকিৎসা কেন্দ্র।
তবে ফিলিস্তিনি এ কিশোরকে প্রহারের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা দাবি করেছে, আমের আবেদারলাহিম স্নোবারকে মারধর করা হয়নি।