ইসরায়েলে পৌঁছেছেন জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মধ্যপ্রাচ্য সফরের শুরুতে ইসরায়েলে গেছেন। বুধবার তিনি দেশটির গুরিওন বিমানবন্দরে অবতরণ করেন। এটি তাঁর শাসনামলে মধ্যপ্রাচ্যে প্রথম সফর। খবর আল জাজিরা।
ইসরায়েলে পৌঁছে বাইডেন দেশটি সম্পর্কে তার অতীতে করা মন্তব্যের পুনরাবৃত্তি করে বলেছেন, ‘জায়নবাদী হওয়ার জন্য আপনাকে ইহুদি হওয়ার দরকার নেই। ইসরায়েল ও আমেরিকান জনগণের মধ্যে সংযোগটি অত্যন্ত গভীর... আমি গর্বিত যে, ইসরায়েলের সঙ্গে মার্কিন সম্পর্ক আগের চেয়ে গভীর ও শক্তিশালী।’
এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার সফরের অংশ হিসেবে পশ্চিম তীরে যাবেন। সেখানে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করবেন।
এ ছাড়া জেদ্দা শহরে আয়োজিত আরব আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে জো বাইডেন বৃহস্পতিবার ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবে যাবেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, ইরাক, জর্ডান ও মিশরের নেতাদের অংশগ্রহণে ওই আরব আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে।