এবার বাগদাদে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস এলাকায় আবারও রকেট হামলা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল বুধবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস এক টুইটবার্তায় জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১২টার দিকে বাগদাদের ইন্টারন্যাশনাল জোনে ছোটখাটো রকেট হামলা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
বাগদাদে থাকা সিএনএনের একটি দল ওই সময় গ্রিন জোনে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এবং পরক্ষণেই একটি সাইরেন বেজে ওঠে বলেও জানায় দলটি। তবে কারা এই রকেট হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে, গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশের আল-আসাদ মার্কিন বিমানঘাঁটিতে এবং পরে মধ্য ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকা ইরবিলের মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
মার্কিন যুক্তরাষ্ট্র এ হামলার সত্যতা স্বীকার করলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি রেভল্যুশনারি গার্ডস বাহিনী দাবি করে, ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে।
গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। সোলেইমানি হত্যার ঘটনায় ইরান চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়।