কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী নিহত
গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর (ডিআরসি) সংঘাত-বিধ্বস্ত পূর্বাঞ্চলে সর্বশেষ সহিংসতায় জাতিসংঘের একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। জাতিসংঘ শনিবার এ কথা জানিয়েছে।
এএফপির বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, ডিআরসিতে মনুসকো নামে পরিচিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন জানিয়েছে, টুইরোয়ানেহো মিলিশিয়ার সন্দেহভাজন সদস্যরা শুক্রবার রাতে দক্ষিণ কিভু প্রদেশের মিনেম্বে এলাকায় এই হামলা চালায়।
মনুসকো বলেছে, ‘আত্মসমর্পণের জন্য মনুসকোর সঙ্গে যোগাযোগ করার পরে ঘাঁটির কাছে আসা সশস্ত্র ব্যক্তিরা এক শান্তিরক্ষীকে হত্যা করেছে।’