করোনাভাইরাসকে ‘গুরুতর’ ও ‘আসন্ন’ হুমকি ঘোষণা যুক্তরাজ্যের
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসকে জনস্বাস্থ্যের জন্য ‘গুরুতর’ ও ‘আসন্ন’ হুমকি হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে প্রাণঘাতী এই নতুন করোনাভাইরাস মোকাবিলায় বাড়তি শক্তি প্রয়োগ করবে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিস্থিতি বিবেচনা করে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো (করোনা)ভাইরাস ছড়িয়ে পড়ার গতি দমাতে ও প্রাদুর্ভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।’
ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাজ্যের অ্যারো পার্ক হাসপাতাল ও কেন্টস হিল পার্ককে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবাদান কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছে। পাশাপাশি চীনের হুবেই প্রদেশকে ‘আক্রান্ত এলাকা’ হিসেবে ঘোষণা দিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জনে। এ ছাড়া আজ সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১ বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
চীনে নতুন এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপান ও যুক্তরাষ্ট্রের দুই নাগরিকও। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৯৭ জনের।
এদিকে চীন ছাড়াও অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই করোনাভাইরাস। এর মধ্যে হংকং ও ফিলিপাইনে দুজনের মৃত্যু হয়েছে।
এরই মধ্যে করোনাভাইরাসের প্রকোপ থামাতে গবেষণা চলছে আন্তর্জাতিকভাবে। এ ছাড়া এ ভাইরাসের প্রকোপ ঠেকাতে উৎপত্তিস্থল উহানে নেওয়া হয়েছে তিন স্তরের সতর্কতা। বিশেষ ও সাধারণ হাসপাতালে দেওয়া হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা। এ ছাড়া অন্যান্য রোগের চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোকে পরিণত করা হয়েছে সাময়িক হাসপাতালে।