করোনাভাইরাসে মারা গেছেন আরো এক ব্রিটিশ বাংলাদেশি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আরো একজন ব্রিটিশ বাংলাদেশি মারা গেছেন। গতকাল শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে যুক্তরাজ্যে দুজন ব্রিটিশ বাংলাদেশি করোনাভাইরাসের কারণে মারা গেলেন।
শুক্রবার মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৬৬ বছর। এক সপ্তাহ আগে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
মৃতের স্বজনরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাইছেন না। জানা যায়, তিনি সিলেটের গোলাপগঞ্জের বাগিরঘাট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গত ৬ মাস আগেও বাংলাদেশ ভ্রমণে যান।
এর আগে গত ৯ মার্চ ম্যানচেস্টারের একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক ব্রিটিশ বাংলাদেশি।
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ জন মারা গেছে। গতকাল শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৮তে। গতকাল সর্বোচ্চ ২০৮ জন ওই ভাইরাসে আক্রান্ত হয়। যুক্তরাজ্যের স্কুলগুলোকে বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, পাশাপাশি বয়স্কদের প্রমোদতরীতে অবকাশ যাপনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ আগামী ৩ এপ্রিল পর্যন্ত শীর্ষ পর্যায়ের খেলাগুলো স্থগিত করেছে। যদিও সরকার এখনো জনসমাবেশ নিষিদ্ধের নির্দেশ দেয়নি। তবে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে আগামী সপ্তাহ থেকে সব জনসমাগম নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার।