করোনাভাইরাস : সুস্থ হলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী জানিয়েছেন, তিনি কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগ থেকে সুস্থতা লাভ করেছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ের ট্রুডো বলেন, ‘আমি আগের চেয়ে অনেক বেশি ভালো অনুভব করছি। আমি আমার চিকিৎসক ও অটোয়া জনস্বাস্থ্যের কাছ থেকেও ছাড়পত্র পেয়েছি।’
এর আগে গত ১২ মার্চ ট্রুডোর কার্যালয় ঘোষণা করেছিল, লন্ডন ভ্রমণ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। করোনাভাইরাসের পরীক্ষা করে সোফি গ্রেগোয়ের ট্রুডোর পজিটিভ ফল পাওয়া যায়।
প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর পরিবার সে সময় থেকেই ‘হোম কোয়ারেন্টিনে’ ছিলেন। তবে ট্রুডো ও তাঁদের তিন সন্তানের শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।
শনিবার ট্রুডো বলেন, ‘বর্তমানে আমার স্ত্রীর অবস্থা বেশ ভালো। আমি হৃদয়ের গভীর থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাদের প্রতি শুভকামনা জানিয়েছেন। এ মুহূর্তে যাঁরাই এ রোগে ভুগছেন, তাঁদের প্রতি ভালোবাসা জানাচ্ছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’
প্রধানমন্ত্রী ঘরে বসে কাজ করার জন্য কানাডিয়ানদের পরামর্শ দিয়ে বলেন, ‘আমি ঘরে বসেই কাজ চালিয়ে যাব। যাঁদের ঘরে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা আমাকে দেখে অনুপ্রেরণা পাবেন।’
কানাডায় এ পর্যন্ত পাঁচ হাজার ৬১৬ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ জন মারা গেছেন এবং প্রায় ৪৪৫ জন সুস্থ হয়েছেন।