করোনার নকল ভ্যাকসিন নিয়ে ইন্টারপোলের সতর্কতা জারি
কোভিড-১৯-এর একটি কার্যকর ভ্যাকসিনের আশায় অপেক্ষার প্রহর গুনছে পুরো বিশ্ব। এরই মধ্যে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য কয়েকটি ভ্যাকসিনকে অনুমোদনও দেওয়া হয়েছে। আর এমন সময় ভ্যাকসিন সরবারাহ ও আসল ভ্যাকসিন পাওয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
কোভিড-১৯ ভ্যাকসিন সঙ্ঘবদ্ধ অপরাধী চক্রের নিশানা হয়ে উঠতে পারে এবং বাজারে নকল ভ্যাকসিন বিক্রি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, এ বিষয়ে ইন্টারপোল তার ১৯৪টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতকর্তা (গ্লোবাল এলার্ট) জারি করেছে। এ ছাড়া অপরাধী চক্র যাতে সরাসরি বা অনলাইনে কোভিড-১৯ এর নকল ভ্যাকসিন বিক্রি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছে।
ইন্টারপোলের মহাসচিব ইয়োরগেন স্টক বলেন, ‘এক দিকে নানা দেশের সরকার কোভিড-১৯ ভ্যাকসিন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে অপরাধী চক্র ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় হস্তক্ষেপ করা বা বিঘ্ন ঘটানোর ছক কষছে।’
‘এ ছড়াও অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তাদের ফাঁদে পা দেওয়া মানুষরা নকল ভ্যাকসিন গ্রহণ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন, এমনকী তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে,’ যোগ করেন ইন্টারপোলের মহাসচিব।