করোনায় ফুসফুসের ক্ষতি ‘চিহ্নিত’ হয়েছে, অক্সফোর্ডের গবেষণা
কোভিড-১৯-এর কারণে ফুসফুসের ক্ষতি হয় বলে গবেষণায় চিহ্নিত করা গেছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফল প্রকাশের পর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
১০ জন করোনা রোগীর ওপর পরীক্ষা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, সুস্থ হয়ে ওঠার তিন মাস পর ওই রোগীদের ফুসফুসের ক্ষতি হওয়ার স্পষ্ট চিত্র পাওয় গেছে। এবং এই ক্ষতি দীর্ঘমেয়াদি বলেও দাবি করেছেন ফুসফুস বিশেষজ্ঞরা।
১৯ থেকে ৬৯ বছর বয়সী ১০ জন করোনায় আক্রান্ত রোগীর এমআরআই করে তাদের ফুসফুসে ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন গবেষণায় নেতৃত্ব দেওয়া অধ্যাপক ফার্গাস গ্লেসন। তিনি বলেন, ‘ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় সেটা আমার ধারণা ছিল, কিন্তু আমরা যে মাত্রায় দেখলাম এতটা ধারণা করিনি।’
গবেষণায় দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতির তথ্য পাওয়া গেছে এবং এই বয়সীদের মৃত্যুঝুঁকিও অনেক বেশি।