করোনা টেস্ট করালেই পাবেন ৩০০ ডলার, পজিটিভ হলে দেড় হাজার
করোনা টেস্ট করাতে বিশ্বের অনেক দেশেই ফি দিতে হয়। তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র অস্ট্রেলিয়ায়। দেশটির ভিক্টোরিয়া প্রদেশে করোনা টেস্টে কোনো ফি তো লাগেই না, উল্টো টাকা দেয় সরকার।
সেখানে করোনা টেস্ট করালে পাওয়া যাবে নগদ ৩০০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৮ হাজার টাকা)। আর যদি টেস্টের ফল পজিটিভ আসে তাহলে দেওয়া হবে ১৫০০ ডলার (প্রায় ৯০ হাজার টাকা)। এই টাকা দেওয়া হবে সরকারের তহবিল থেকে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, এই টাকা পেতে হলে একটি শর্ত আছে। প্রাপককে অবশ্যই চাকরিজীবী হতে হবে এবং তাঁর হাতে ছুটি থাকা চলবে না। এ জন্য সরকারের কাছে বেতনের স্লিপ দেখাতে হবে। নয়তো চিঠি লিখে মুচলেকা দিতে হবে।
ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু জানিয়েছেন, কোভিড সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ড্যানিয়েল জানান, অনেক চাকরিজীবীই হাতে ছুটি নেই বলে করোনা পরীক্ষা করাচ্ছেন না। সংক্রমণের লক্ষণ থাকলেও না। তার উপর রিপোর্ট পজিটিভ এলে ছুটি নিতে হবে। আর আশঙ্কা থাকে ছুটি নিলে বেতন কাটা যাবে।
ড্যানিয়েলের ধারণা, হাতে নগদ টাকা পেলে এই চাকরিজীবীরা পরীক্ষা করাতে আগ্রহী হবেন। বেতন কাটার ভয়ে রোগ লুকিয়ে রাখবেন না।