করোনা নিয়ে লড়াই করা চিকিৎসকদের জন্য রোমে বিনামূল্যে ট্যাক্সিসেবা
ইতালিকে বিধ্বংসী করোনাজনিত কোভিড-১৯ রোগ থেকে বাঁচানোর লড়াইয়ে সম্প্রতি ইতালীয়রা তাঁদের বারান্দায় দাঁড়িয়ে দেশটির চিকিৎসক, সেবিকা ও চিকিৎসা পেশাদারদের প্রশংসা করেছিলেন, যা এখনো অব্যাহত রয়েছে। এবার তাঁদের হাসপাতালে পৌঁছে দিতে ট্যাক্সি ড্রাইভাররা আরো কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন।
ট্যাক্সি সংস্থাগুলো বিশেষ করে শিশুদের জন্য তৈরি ‘বাম্বিনো জিসু’ হাসপাতালে পৌঁছে দিতে বিনামূল্যে রাইড দেওয়ার পরিকল্পনা করেছে। ইতালিতে করোনাভাইরাস চিকিৎসার অন্যতম স্প্যালানজানি হাসপাতাল। সেখানে ৫০ জন রোমান ড্রাইভারের একটি দল তাঁদের গাড়িগুলোতে কেবল চিকিৎসককে বিনামূল্যে পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে।
এই পরিষেবায় অংশ নেওয়া যেকোনো চালক তাঁর ব্যক্তিগত হোয়াইট ক্যাবে বিজ্ঞাপনটি পোস্ট করবেন। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্জি ও স্পালানজানির স্বাস্থ্য পরিচালক ফ্রান্সেসকো ভাইয়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বার্তার মাধ্যমে অংশগ্রহণকারী ট্যাক্সিচালকদের ধন্যবাদ জানিয়েছেন।
এ উদ্যোগের আয়োজকরা সব স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্বাস দিয়েছেন যে তাঁদের এবং রোগীদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। সব ক্যাব ভালোভাবে জীবাণুমুক্ত করা হবে এবং সব যাত্রীকে মাস্ক ও গ্লাভস সরবরাহ করা হবে। বেশিরভাগ ট্যাক্সিচালক মনে করেন, এই প্রোটোকলটি সব সময় থাকা উচিত। এই মহামারি চলাকালে কেবল চালককে নয়, যাত্রীদেরও সুরক্ষা দিতে হবে।
তবে দেশটির ট্যাক্সি ইউনিয়নের জাতীয় সমন্বয়ক নিকোলা ডি গিয়াকোবে ব্যাখ্যা করেছেন যেসব ক্যাবে কোভিড-১৯ রোগের বিস্তার রোধ করতে নতুন প্রোটোকল নিয়ে আলোচনা করা হচ্ছে। যাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং কোনো যাত্রীকে ট্যাক্সিচালকের পাশের আসনে বসতে না দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
জাতীয় পর্যায়ে, ইতালির সরকার এ সুরক্ষা ইস্যু সমাধানের জন্য প্রায় ২০ লাখ ইউরো বরাদ্দের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।