কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/30/01290643e0d24ac695fe5015675ea549.jpeg)
কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি : সংগৃহীত
কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দেশটির ক্যালি শহরে এ ঘটনা ঘটে। খবর সিজিটিএনের।
এ ঘটনায় দক্ষিণ আমেরিকার এ দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দ্বিতীয় মাসে গড়িয়ে সহিংসতায় রূপ নিল।
কলম্বিয়ায় এক মাস ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমন করতে গত শুক্রবার ক্যালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/05/30/capture_1.jpg 687w)
শহরটির নিরাপত্তা সচিব কার্লোস রোজাস স্থানীয় ক্যারাকোল রেডিওকে বলেছেন, শুক্রবার সকালের ঘটনায় ১০ জন মারা গেছেন।
পুলিশ জানায়, নিহত ১০ জনের মধ্যে আটজনই গুলিবিদ্ধ হয়েছিলেন।