কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি
কলম্বিয়ায় উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচারের রুট দখলকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন আরও প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে ‘জরুরি অবস্থা’ জারি করেছে সরকার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো পরিস্থিতি বিবেচনা করে সোমবার (২০ জানুয়ারি) ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ ঘোষণা করেন। এর ফলে দেশটিতে আগামী তিনমাস সরকারের নির্বাহী বিভাগ সংসদের অনুমোদন ছাড়াই কিছু আইন পাস করতে পারবে৷
বার্তা সংস্থা রয়টার্স এর বরাত দিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) ও রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি বা ফার্ক)-এ দুই গ্রুপের সংঘর্ষে মৃত্যুর মিছিল ক্রমেই বেড়ে চলেছে ৷ এ কারণে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ‘জরুরি অর্থনৈতিক অবস্থা' ঘোষণা করা হয়৷