কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত পাঁচ, আহত ৯০
কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ফলে ধারাবাহিক বিস্ফোরণে পাঁচ সেনা সদস্য নিহত এবং ৯০ জন আহত হয়েছেন।
মধ্য এশীয় দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়ারমেকবায়েভ এক ব্রিফিংয়ে বলেন, ঝাম্বিল প্রদেশের যে স্থাপনায় ইঞ্জিনিয়ারিং বিস্ফোরক সংরক্ষণ করা হয়েছিল সেখানে বৃহস্পতিবার আগুন লাগে। আগুনের কারণ কী তা স্পষ্ট নয়।
কর্তৃপক্ষ আশেপাশের এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নিয়েছে এবং প্রদেশটিকে সবচেয়ে বড় শহর আলমাটির সঙ্গে সংযুক্ত করার প্রধান রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
২০১৯ সালে কাজাখস্তানে একই ধরনেরই আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। তখন চারজন মারা গিয়েছিল।