কানাডায় ‘মধ্যযুগীয় পোশাক’ পরে ছুরি হামলা, দুজন নিহত
কানাডার কুইবেক শহরে এক ব্যক্তির ছুরি হামলায় দুজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো পাঁচজন। কুইবেকের পার্লামেন্ট ভবনের কাছে স্থানীয় সময় শনিবার রাতে ‘মধ্যযুগীয় পোশাক’ পরে ওই ব্যক্তি হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে শনিবার দিবাগত রাত ১টার দিকে এ হামলায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ হামলার পরপরই স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র এতিয়েন ডয়নের বরাত দিয়ে কানাডার সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় তথ্যের সন্ধান পেলে জরুরি ভিত্তিতে ৯১১ নম্বরে যোগাযোগের জন্য বলেছেন ডয়ন।