কানাডায় হিজাব পরায় ক্লাস নেওয়া থেকে শিক্ষককে অব্যাহতি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/11/canada.jpg)
হিজাব পরার কারণে কানাডায় এক স্কুল শিক্ষককে ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশটির কুইবেক প্রদেশের চেলসি শহরের একটি প্রাক-প্রাথমিক স্কুলে এমন ঘটনা ঘটেছে। কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
কানাডার আইন (বিল টোয়েন্টিওয়ান) অনুযায়ী, কর্মস্থলে কেউ কোনো ধরনের ধর্মীয় চিহ্ন ধারণ করতে পারবেন না।
চেলসি এলিমেন্টারি স্কুলের শিক্ষক ফাতেমাহ আনভেরিকে চাকরিচ্যুত করা হয়নি। তবে, ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
স্কুলের অধ্যক্ষ ফাতেমাহ আনভেরিকে জানিয়েছেন, স্কুল বোর্ডের মানবসম্পদ বিভাগের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/12/11/canada-insert.jpg 687w)
তবে, এ ঘটনায় শিক্ষক ফাতেমাহ আনভেরিসহ অভিভাবকেরা স্কুলকে দায়ী করেননি। তাঁরা সবাই আইন নিয়ে কথা বলেছেন।
আনভেরি’র ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীর মা কিরস্টেন টেইলর বোসম্যান সিবিসিকে বলেন, ‘এমন একটি কারণে আট বছর বয়সি শিশুরা একজন শিক্ষককে হারাচ্ছে। সরকারকে বলব বিষয়টি দেখতে।’