কে জানে কোন প্রশাসন আসবে, সময়ই সব বলে দেবে : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেনের কাছে নিজের পরাজয় স্বীকার করছেন না রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, ‘নীতিগতভাবে আমরা লকডাউনে যাব না। আমি তো কখনোই যাব না। এই প্রশাসন লকডাউনে যাবে না।’
এরপর ট্রাম্প বলেন, ‘কে জানে কোন প্রশাসন ক্ষমতায় আসবে, বোধ করি সময়ই তা বলবে, তবে আমি আপনাদের বলতে পারি, এই প্রশাসন কখনো লকডাউনে যাবে না।’
নিজের বক্তব্য শেষ করে একপাশে সরে দাঁড়ান ট্রাম্প। তাঁর পর অন্যান্য বক্তারা কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের কথা বলেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মহামারিতে মারা গেছে দুই লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।
হোয়াইট হাউস রোজ গার্ডেনে সংবাদ সম্মেলন সেরে ফিরে যান ট্রাম্প। যদিও সাংবাদিকরা তাঁকে ‘নির্বাচনে কখন নিজের পরাজয় স্বীকার করবেন’ প্রশ্ন করলে তার উত্তর দেননি ট্রাম্প।
গত ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করেছেন বলে মিথ্যা প্রচার করেন ট্রাম্প। সেইসঙ্গে ভোটে জালিয়াতির অভিযোগও তুলে আসছেন তিনি।
এদিকে, গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম জানিয়ে দিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনায় জয়ী হয়েছেন জো বাইডেন। ইলেকটোরাল কলেজে বাইডেন পেয়েছেন ৩০৬টি ভোট, যেখানে ট্রাম্পের সংগ্রহে ২৩২টি ভোট রয়েছে।